
প্রেস বিজ্ঞপ্তি: বঙ্গোপসাগর থেকে সৃষ্ট ঘূর্ণিঝড় বুলবুল এ ক্ষতিগ্রস্ত এলাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নেতৃবৃন্দ জরুরী ত্রাণ বিতরণ, চিকিৎসা সেবা ও ঔষধ সরবরাহ এবং বৃক্ষরোপন করেন।
শনিবার (১৬ ই নভেম্বর) বেলা ১১ টায় শ্যামনগরের রমজাননগর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে ৩০০ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ২০ টন চাল বিতরণ করা হয়। এসময় ঘূর্ণিঝড় বুলবুল এ অসহায় ও দুঃস্থ রোগীদের জরুরি চিকিৎসা সেবা প্রদান সহ বিনামূল্যে ঔষধ সরবরাহ করা হয়।
সার্বিক কার্যক্রমে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সভাপতি খালিদ হাসান নয়ন, মানবসম্পদ সম্পাদক নাহিদ হাসান শাহিন, ধর্ম বিষয়ক উপসম্পাদক শাহেদ জামান, সহ-সম্পাদক মো. ফারুক হোসেন আশিক, সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি মো. রেজাউল ইসলাম রেজা, সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি আজমল হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল ছাত্রলীগের সহ-সভাপতি মাসুম সজল, সাতক্ষীরা জেলা ছাত্রলীগের মোঃআশিকুজ্জামান শাওন,সেলিম, সহ মেডিকেল কলেজ ছাত্রলীগের মেডিকেল টিম।