
শেখ আব্দুল হাকিম,শ্যামনগর থেকে: সাতক্ষীরার শ্যামনগরে নুরনগর আশালতা (বহুমুখী) মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব শামীম আহম্মদের বিরুদ্ধে কলেজ পড়ুয়া ছাত্রীকে (১৬) অপহরণের ঘটনায় থানায় মামলা হয়েছে। ছাত্রীর পিতা প্রধান শিক্ষককে আসামী করে শ্যামনগর থানায় মামলা করেছেন। যার নং ১৬ তারিখ ০৯/০৪/২০২১। এ ঘটনায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ স্কুলের ছাত্র-ছাত্রীরা প্রধান শিক্ষককে বহিষ্কারের দাবিতে গত শনিবার বিকাল ৫টার দিকে নুরনগর বাজারে মানববন্ধন করেছেন।
মামলা সূত্রে জানা যায়, অপহৃত ছাত্রী স্কুলে পড়াকালীন প্রধান শিক্ষকের প্রেমে পড়ে। সম্প্রতি বিদ্যালয় হতে এস.এস.সি পাশ করে কাটুনিয়া রাজবাড়ী ডিগ্রি কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি হয় ওই ছাত্রী। কিন্তু প্রধান শিক্ষকের সাথে গোপনে প্রেমের সম্পর্ক চলতে থাকে। এক পর্যায়ে গত ৩ মার্চ সকালে ছাত্রীকে ফুসলিয়ে অপহরণ করে প্রধান শিক্ষক। বিষয়টি প্রথম পর্যায়ে চাপা থাকলেও পরবর্তীতে ঘটনাটি ফাঁস হয়ে যায়। এতে সবাই ক্ষোভে ফেটে পড়ে। ওই শিক্ষক ইতিপূর্বে বিদ্যালয়ের দুই জন ছাত্রীসহ কয়েকটা বিয়ে করে। প্রথম স্ত্রীর মেয়ে শ্যামনগর সরকারী মহসীন কলেজের ২য় বর্ষের ছাত্রী। কিন্তু চারিত্রিক ত্রুটির জন্য সবাই তাকে পরিত্যাগ করে চলে যায়।
শ্যামনগর থানার ওসি নাজমুল হুদা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অপহৃত ছাত্রীকে উদ্ধার সহ আসামী প্রধান শিক্ষককে আটকের চেষ্টা অব্যাহত আছে।