এস কে সিরাজ, শ্যামনগর থেকে: সুন্দরবন উপকুলীয় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার শিবচন্পদ্রপুর পল্লীতে বুধবার সকালে এ মর্মান্তিক দুঃখ জনক ঘটনাটি ঘটেছে। এবিষয়ে ওই ব্যক্তি তার প্রতিবেশীর নামে শ্যামনগর থানা একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগী দিনমজুর বাবর আলী বলেন, সকালে আমার ১১টি মুরগি ও একটি ছাগল প্রতিবেশীর খোকন মোড়ল ও রাবেয়া খাতুনের ধান ক্ষেত সংলগ্ন এলাকায় অসুস্থ হয়ে পড়ে।বিষয়টি নিয়ে খোঁজ খবর করার পর দেখি প্রতিবেশীদের ধান ক্ষেতের চারিপাশে বিষ মাখানো চাউল পড়ে আছে। এটি থেকে আমি বুঝতে পারি প্রতিবেশীরা শুক্রতা করে আমার ছাগল ও মুরগি গুলো মেরে ফেলেছে। বিষয়টি নিয়ে এলাকার সচেতন মহলের সহযোগিতা মৃত্যু মুরগি ও ছাগল নিয়ে শ্যামনগর থানায় আসি। এ ঘটনায় প্রতিবেশীদের বিরুদ্ধে শ্যামনগর থানায় লিখিত অভিযোগ করেছি। এদিকে অভিযুক্ত প্রতিবেশী খোকন মোড়ল বলেন, এ বিষয়ে আমি বা আমার পরিবার কেউ কিছু জানে না। শ্যামনগর অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবির বলেন, লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত পুর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।