
জামিনুর রহমান, শ্যামনগর থেকে: শ্যামনগর উপজেলার আসন্ন ৯ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার মনোনীত/স্বাক্ষরিত আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীদের দলীয় মনোনয়ন পত্র বিতরণ অনুষ্ঠানে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সকল ভেদাভেদ ভুলে গিয়ে শেখ হাসিনার উন্নয়নের প্রতীক নৌকার পক্ষে কাজ করার জন্য নেতা-কর্মীদের আহ্বান জানালেন শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য এস এম জগলুল হায়দার।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব এ কে ফজলুল হক, শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, উপজেলা ভাইস-চেয়ারম্যান সাইদুজ্জামান সাঈদ ও খালেদা আইয়ুব ডলি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক স ম আব্দুস সাত্তার, গাবুরা ইউনিয়নের নৌকার মাঝি চেয়ারম্যান পদপ্রার্থী শফিউল আযম লেলিন, মুন্সিগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী অসীম কুমার মৃধা, কৈখালী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জি এম রেজাউল করিম, আটুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী গাজী কামরুল ইসলাম, বুড়িগোয়ালিনী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ভবতোষ কুমার মন্ডল, নুরনগর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ বখতিয়ার আহমেদ, কাশিমাড়ী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শমসের আলী ঢালী, রমজান নগর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহিনুর আলম সহ শ্যামনগর উপজেলা আওয়ামী লীগ ও ইউনিয়ন আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সকল নেতা কর্মী । এ সময় মাননীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দার বলেন, সর্বস্তরের নেতাকর্মীদের দলীয় প্রার্থীদের পক্ষে সর্বোচ্চ প্রচারণা চালাতে হবে। ঘরে ঘরে গিয়ে সরকারের উন্নয়নের কথা তুলে ধরতে হবে। মানুষকে সচেতন করতে হবে। আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে জনসমর্থন বাড়াতে হবে। দল থেকে যাকেই প্রার্থী করা হয়েছে তার বিরোধিতা করা যাবে না। কেউ বিরোধিতা করলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে হুশিয়ারি দেন তিনি।