জিয়াউর রহমান, শ্যামনগর থেকে :
সাতক্ষীরার শ্যামনগরে টর্নেডোর আঘাতে নদীতে নিখাঁজ জেলে মোঃ আব্দুল কুদ্দুস গাজী (৪০) এর মৃত দেহ ৩৮ ঘন্টা পরে উদ্ধার করা হয়েছে। শনিবার (২৫ মার্চ) সকাল ৭টার দিকে সুন্দরবনের উলোখালী খাল হতে ভাসমান অবস্থায় তার মৃত দেহ উদ্ধার করা হয়। তিনি পূর্ব কৈখালী গ্রামে রমজান গাজীর ছেলে।
কৈখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শেখ আব্দুর রহিম জানান, সকালের দিকে স্থানীয় জেলেদের কাছে খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তায় ঘটনাস্থল থেকে তার মৃত দেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে পারিবারিকভাবে জেলের মৃত দেহ সমাধিস্থ করা হয়।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকালের দিকে বাংলাদেশ- ভারত সীমান্তবর্তী ৫নদীর মোহনা কালিন্দী নদীতে মাছ ধরার সময় টর্নেডোর আঘাতে ওই জেলে নিখোঁজ হয়।
শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম. আতাউল হক দোলন শোকাহত পরিবারের মাঝে নগত ১০হাজার টাকা ও ১টি সেলাই মেশিন প্রদান করেন।