শ্যামনগর প্রতিনিধি: বে-সরকারি সংস্থা লিডার্স এর আয়োজনে, এইচজেএফ এবং অ্যাম্বেসি অফ সুইডেন এর সহযোগীতায় শ্যামনগরে কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি (ক্রিয়া) উপজেলা ক্লাইমেট এ্যাকশন গ্রুপের অর্ধবার্ষিকী সভা অনুষ্ঠিত হয়। ১৫ ডিসেম্বর সকাল ১১ টায় শ্যামনগর পাবলিক লাইব্রেরীতে এ অনুষ্ঠানে উক্ত প্রকল্পের সভাপতি প্রভাষক মানবেন্দ্র দেবনাথ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রকল্পের উপদেষ্টা মুক্তিযোদ্ধা মাষ্টার নজরুল ইসলাম,লিডার্স এর প্রকল্প কর্মকর্তা সুলতা শাহা এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন- প্রকল্পের সহ-সভাপতি এ্যাডঃ মুনছুর রহমান, সাংবাদিক আবু সাঈদ, সাংবাদিক রনজিৎ বর্মন, প্রকল্প সমন্বয়কারী সুব্রত অধিকারী প্রমুখ। বক্তাগণ জলবায়ু সহনশীলতা, নারীর ক্ষমতায়ন ও আইনী সহায়তা, বাল্য বিবাহ প্রতিরোধ ও প্রকল্পের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত বক্তব্য রাখেন। এ সময় প্রকল্পের সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।
শ্যামনগরে নারীর ক্ষমতায়ন কর্মসূচি (ক্রিয়া) প্রকল্পের অর্ধবার্ষিকী সভা
পূর্ববর্তী পোস্ট