জিয়াউর রহমান শ্যামনগর থেকে: শ্যামনগরে ভূরুলিয়ায় নাগবাটি মাধ্যমিক বিদ্যালয়ের ২০২২ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। সেমাবার (২৬ ডিসেম্বর) বেলা ১১ টায় বিদ্যালয় চত্তরে “এসো জ্ঞানের সন্ধানে, ফিরে যাও দেশের সেবাই” এই স্লোগানকে সামনে রেখে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাফিজুর রহমান সভাপতিত্বে ফলাফল প্রকাশ করা হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ভূরুলিয়া ইউপি চেয়ারম্যান, অত্র বিদ্যালয় ম্যানেজিং কমিটি সভাপতি ও কালিগঞ্জ রোকেয়া মুনসুর মহিলা কলেজের অধ্যক্ষ এ,কে,এম জাফরুল আলম বাবু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজকেসব ইঞ্জিনিয়র এস.এম. জালালউদ্দীন, বাংলাদেশ আওয়ামী লীগ ভূরুলিয়া ইউপি শাখার সভাপতি এ, কে, এম, জাহাঙ্গীরুল আলম লাভলু ও ভূরুলিয়া ইউনিয়ন পরিষদের সকল সদস্যগণ।
প্রধান অতিথি বলেন, শিক্ষা জাতির মেরুদন্ড, শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি করতে পারে না। তাই আমাদের সকলকে সজাগ থাকতে হবে। আমাদের সন্তানদের শিক্ষা প্রতিষ্ঠানে পাঠিয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে হবে। তাহলে সমাজে নিরক্ষর দূর হবে। শিক্ষা বিস্তারে ভূরুলিয়ার সকল পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানকে কাজ করতে হবে আর প্রধান ভূমিকা পালন করবেন সম্মানিত শিক্ষক বৃন্দ। সন্তানদের বাল্য বিবাহ দিবেন না। আমি আপনাদের সব সময় পাশে আছি। এলাকাবাসীর প্রতি আহব্বান জানাই আপনার সন্তানকে স্কুলে পাঠান । শিক্ষা ছাড়া কোন উন্নয়ন ফলপ্রসু হবে না।
অনুষ্ঠান শেষে প্রত্যেক শ্রেণির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার প্রদান করা হয়। এসময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষকমন্ডলী, অভিভাক, শিক্ষার্থী, সাংবাদিক ও এলাকার স্থায়ী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পূর্ববর্তী পোস্ট