
জামিনুর রহমান, শ্যামনগর থেকে: শ্যামনগরে দৈনিক সমকাল পত্রিকার ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ অক্টোবর) সকাল ১১ টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাব হল রুমে সমকাল পত্রিকার শ্যামনগর উপজেলা প্রতিনিধি প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রভাষক সামিউল আযম মনির এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য ও কেক কাটেন শ্যামনগর সহকারী কমিশনার (ভ‚মি) মোহাম্মদ শহিদুল্যাহ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ সুমন, সাবেক উপদেষ্টা শেখ আফজালুর রহমান, গাজী সালউদ্দীন বাপ্পী, আবু সাইদ, যুগ্ম সাধারণ সম্পাদক এম আব্দুর রহমান বাবু, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জি,এম আকবর কবীর, শ্যামনগর থানা পুলিশের প্রতিনিধি এস আই নিমাই চন্দ্র দেব, সিনিয়র সাংবাদিক সরদার সিদ্দিকী এম,কামরুজ্জামান, মুনছুর আলম, জি,এম মোহাম্মদ আলী, জি,এম আব্দুল কাদের, মেহেদি হাসান মারুফ, আসাদুজ্জামান লিটন, এস,এম মিজানুর রহমান প্রমুখ।