
জিয়াউর রহমান শ্যামনগর থেকে: সাতক্ষীরার শ্যামনগরে ভেজাল বিরোধী অভিযানে জেলি পুশকৃত ৫১২ কেজি চিংড়ী জব্দ করেছেন যৌথবাহিনী। গতকাল শনিবার সকাল ১০টার দিকে নূরনগর ইউনিয়নের কামারপাড়া বাজারে অভিযান চালিয়ে জেলি পুশকৃত চিংড়ী সহ ৫ ব্যক্তিকে আটক করা হয়। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্যাহ আল রিফাত ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন। অভিযানে শ্যামনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, কালিগঞ্জ-শ্যামনগর সেনাক্যাম্প কমান্ডার লেঃ রাদীদ রায়হান, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই) কর্মকর্তা সার্জেন্ট মোঃ আল-মামুন ও থানা পুলিশ সহযোগিতা করেন।
আটকৃকতরা হলেন, মুরারীকাটি গ্রামে শরীয়ত উল্যাহর ছেলে আবুল কাশেম, পরানপুর গ্রামে কালিপদ মন্ডলের ছেলে রনজীত মন্ডল ও চিত্তরঞ্জন মন্ডলের ছেলে তুমুল মন্ডল, যাদবপুর গ্রামে পরিমল গাইনের ছেলে শশাধর গাইন এবং হরিপুর গ্রামে আবুল হোসেনের ছেলে নজরুল ইসলাম।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্যাহ আল রিফাত বলেন, ডিজিএফআই সদস্য সার্জেন্ট মোঃ আল-মামুন এর তথ্যোর ভিত্তিতে তাৎক্ষনিক ঘটনাস্থলে অভিযান চালিয়ে ৫১২ কেজি জেলি পুশকৃত চিংড়ী সহ ওই ৫ ব্যক্তিকে আটক করা হয়। আটককৃতদের ভ্রাম্যমান আদালতে দোষী সাব্যস্ত করে মোট ২লক্ষ ৫হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জেলিপুশকৃত চিংড়ী আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। এধরনের অভিযান অব্যহত থাকবে তিনি জানান।