
নিজস্ব প্রতিবেদক: শ্যামনগরে সহকারী ঠিকাদার সাইফুলের নিকট চাঁদার টাকা চেয়ে ব্যর্থ হয়ে ঐ ঠিকাদারকে লোহার রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে বাদঘাটা গ্রামের মৃত বাকী বিল্লার ছেলে বেপরোয়া মামুন ও তার সঙ্গীরা। ঘটনাটি ঘটেছে গত ২ অক্টোবর সন্ধ্যা ৮টার সময় নীলডুমুর খেয়াঘাটে। আহত ঠিকাদার সাইফুল ইসলাম শ্যামনগর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় সাইফুল বাদী হয়ে শ্যামনগর থানার মামুন ও আলামিনকে আসামী করে এজাহারের অভিযোগ করেছে। অভিযোগে বলা হয়েছে, মামুন বিভিন্ন সময় ঠিকাদার সাইফুলের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবী করে। চাঁদার টাকা না দেওয়ায় মামুন এ ঘটনা ঘটিয়েছে। এজাহারে আরও বলা হয়েছে, সাইফুল মাটিতে পড়ে গেলে তার পকেট থেকে ৩৫ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় মামুন।