
সিরাজুল ইসলাম, শ্যামনগর ব্যুরো: ৯ নভেম্বর বাংলাদেশের উপকূল দিয়ে বয়ে যাওয়া স্বরণকালের প্রলয়ংকারী ঘূর্নিঝড় বুলবুল-এর তান্ডবে শ্যামনগর উপজেলার ১২টি ইউনিয়নের বিভিন্ন হাট বাজারে প্রায় ১ হাজার ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্থ হয়েছে। এর মধ্যে ১০% সম্পূর্ণ ক্ষতিগ্রস্থ এবং ৯০% আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। বিভিন্ন ইউনিয়নের হাট বাজার ব্যবস্থাপনা কমিটি ও ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের কাছ থেকে প্রাপ্ত তথ্য মতে ও সরেজমিনে তদন্ত করে দেখা যায়, উপজেলার মন্সীগঞ্জ ইউনিয়নে হরিনগর বাজারে ৬০টি, মুন্সীগঞ্জ বাজারে ৭২টি গ্যারেজ বাজারে ৪০ টি সুন্দরবন বাজারে ১০, ট্যাংরাখালী বাজারে ১৬টি ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্থ হয়েছে। বুড়িগোয়ালীনি ইউনিয়নের কলবাড়ী বাজারে ৪৬টি বুড়িগেয়ালীনি বাজারে ৩৯টি মনির সিলে মাছের আড়তে ২৬টি যাবাখালী বাজারে ৯টি ব্যবসা প্রিিতষ্ঠান ক্ষতি গ্রস্থ হয়েছে। গাবুরা ইউনিয়নের গাবুরা বাজারে ৫৭টি, ডুমুরিয়া বাজারে ৩৫টি, চাদনী মুখা বাজারে ৩০টি ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্থ হয়েছে। পদ্মাপুকুর ইউনিয়নে পাতাখালী বাজারে ৩৫টি পাখিমারা খেয়াঘাটে ২৪টি ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতি গ্রস্থ হয়েছে। আটুলিয়া ইউনিয়নে নওয়াবেঁকী বাজারে ১০৯টি, কাছারী বাজারে ১৬টি ও চুনোর হাট নামক বাজারে ২৯ টি ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতি গ্রস্থ হয়েছে। কাঁশিমাড়ী ইউনিয়নের শংকরকাঠি বাজারে ১৮টি, গোবিন্দপুর বাজারে১০টি , কাশিমাড়ী বাজারে ২১টি ও ঝাপালী নতুন বাজারে ২০টি ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতি গ্রস্থ হয়েছে। শ্যামনগর সদরে নকিপুর বাজারে ৮৮টি, গোডাইন মোড়ে ১৮টি ও সোনারমোড়ে ২১পি ব্যবসা প্রতিষ্টান ক্ষতি গ্রস্থ হয়েছে। ঈশ্বরীপুর ইউনিয়নের বংশীপুর বাজারে ৪৯টি, ধূমঘাট বাজারে ৯টি, ঈশ্বরীপুর বাজারে ৯টি ব্যবসা প্রতিষ্টান ক্ষতি গ্রস্থ হয়েছে। রমজাননগর ইউনিয়নের মানিকখালী বাজারে ১৫টি, ভেটখালী বাজারে ৫০টি ও জাদার হাট নামক স্থানে ১৫টি ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতি গ্রস্থ হয়েছে। নূরনগর ইউনিয়নে নূরনগর বাজারে ৬৫টি, রামজীবনপুর মোড়ে ৪টি ব্যবসা প্রতিষ্টান ক্ষীতগ্রস্থ হয়েছে। কৈখালী ইউনিয়নের ব্যবসায়ী ও বাজার ব্যবস্থাপনা কমিটি জানান, তাদের ইউনিয়নে ৬৫টি ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতি গ্রস্থ হয়েছে। ভূরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা ফারুক হোসেন জানান, তার ইউনিয়নে ঘূর্নিঝড় বুলবুল-এর আঘাতে প্রায় অর্ধশত ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্থ হয়েছে। এই সমস্ত ক্ষতিগ্রস্থ ব্যাবসা প্রতিষ্ঠান এখনও অধিকাংশ মেরামত বা সংষ্কার করতে পারিনি।