
জিয়াউর রহমান, শ্যামনগর থেকে: শ্যামনগরে খাদ্যে বিষক্রিয়ায় একই পরিবারের তিন ব্যক্তি গুরুত্বর অসুস্থ অস্থায় শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। গত রোববার রাত ১০টার দিকে ভূরুলিয়া ইউনিয়নের নাগবাটি গ্রামে মৃত আব্দুল আজিজ মাস্টারের বাড়িতে রাতের খাবার খেয়ে নারীসহ তিন ব্যক্তি অসুস্থ হয়ে পড়ে।
অসুস্থ ব্যক্তিরা হলেন, মৃত আব্দুল আজিজ মাস্টারের স্ত্রী সালেহা বেগম (৭৫) ও তার পুত্র শাহীন আলম (৪০) এবং পুত্রবধু সালমা খাতুন (৩৪)। বাড়িতে ডাকাতরি উদ্দেশ্যে এমন ঘটনা দুর্বৃত্তরা ঘটিয়েছে বলে পরিবারের দাবি।
ভূক্তভোগী পরিবারের স্বজন ভূরুলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান জি,এম,লিয়াকত আলী জানান, রাত ৯টার দিকে খাবার খেয়ে সবাই দ্রুত অসুস্থ হয়ে পড়ে। তাদের গোঙানিতে প্রতিবেশীরা দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিকেল অফিসার ডাঃ হাইকুল ইসলাম বলেন, সালেহা বেগম ও শাহীন আলমের অবস্থা আশংকাজনক। শ্যামনগর থানার ওসি (তদন্ত) কাজী মোঃ শহীদুল ইসলাম বলেন, এ বিষয়ে থানায় জিডি হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।