জিয়াউর রহমান, শ্যামনগর থেকে:
শ্যামনগরে রাতের খাবার সাথে চেতনানাশক মিশিয়ে সবাইকে অচেতন করে মালামাল লুট করেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলা সদরের চন্ডিপুর গ্রামে অবসরপ্রাপ্ত শিক্ষক হারুন অর রশিদের বাড়ীতে দুর্বৃত্তরা এ কান্ড ঘটায়।
হারুন অর রশিদ জানান, রাতের খাবারের কিছুক্ষণ পর সবাই অসুস্থ্য বোধ করে। এক পর্যায়ে সবাই অচেতন হয়ে যায়। এ সুযোগে দুর্বৃত্তরা ঘরের আলমারীতে রক্ষিত নগত সাড়ে ছয় লাখ টাকা, একটি সোনার চেইন ও একটি আংটি লুট করে নিয়ে যায়। পরদিন সকালে পড়শীরা টের পেয়ে দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত ওসি (তদন্ত) ফকির তাইজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দুর্বৃত্তদের চিহ্নিত পূর্বক আটকের চেষ্টা অব্যহত আছে।