
জামিনুর রহমান, শ্যামনগর: শ্যামনগরে এমপি এস এম জগলুল হায়দারের পক্ষ থেকে করোনা কালীন সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসাবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১০ টায় এমপির বাসভবনের সামনে লকডাউনের কারণে অসহায় হয়ে পড়া দুই শত ক্ষুদ্র বাজার ব্যবসায়ীদের মাঝে চাল ডাল আলু সহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করেন যুবসমাজের অহংকার শ্যামনগর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক এমপি পুত্র এস এম সায়েদ বিন হায়দার রাজিব। এসময় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এম আব্দুর রহমান বাবু, উপজেলা রিপোটার্স ক্লাবের সভাপতি সিডিওইউথ টিমের পরিচালক গাজী আল ইমরান, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি গাজী একরামুল হক লায়েস ও ছাত্রলীগ নেতা এস এম ফেরদাউস হায়দার সহ সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।