
প্রেস বিজ্ঞপ্তি: মোঃ আব্দুল খালেক। বয়স প্রায় ষাট বছর। দীর্ঘদিন ধরে ফুসফুস ক্যান্সারে আক্রান্ত। ফুটপাটে খাবার বিক্রি করে জীবিকা নির্বাহ করতো শ্যামনগরের হাবিবপুর গ্রামের আব্দুল খালেক। চিকিৎসা করানোর সামর্থ্য তেমন ছিলনা। এই খবর পেয়ে মানবতার কল্যাণ ফাউন্ডেশনের সদস্য শ্যামনগরের আব্দুর রহিম এগিয়ে আসেন। পরবর্তীতে মানবতার কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান, সাতক্ষীরার কৃতি সন্তান নাট্যনির্মাতা জি.এম সৈকতের সহযোগিতায় সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে পঞ্চাশ হাজার টাকা অনুদানের ব্যবস্থা করেন। গতকাল মানবতার কল্যাণ ফাউন্ডেশনের কেন্দ্রীয় কার্যালয়ে জি.এম সৈকত আব্দুর রহিমের হাতে চেকটি তুলে দেন। এসময় আরো উপস্থিত ছিলেন, সংগঠনের সদস্য গাজী আশরাফ ও ইয়াসিন হোসেন। এ প্রসঙ্গেঁ আব্দুল খালেন বলেন, আমার বিপদের সময় এগিয়ে এসেছেন শেখ হাসিনা সরকার। বন্ধুর মত পাশে এসে দাড়িঁয়েছেন মানবতার কল্যাণ ফাউন্ডেশনের জি.এম সৈকত ভাই ও রহিম ভাই। আমি সকলের প্রতি কৃতজ্ঞ। সবাই দোয়া করবেন তাড়াতাড়ি যেন সুস্থ হতে পারি।