
শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর কৈখালী উপকূলরক্ষী বাহিনী কোস্টগার্ডের অভিযানে মাছুম সরদার নামে এক ইয়াবা কারবারী আটক হয়েছে। গত সোমবার (১৫ আগস্ট) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার বংশীপুর গ্রামে নিজ বাড়ি থেকে ইয়াবা বিক্রির সময় কোস্টগার্ড সদস্যরা তাকে আটক করে। এসময় তার কাছ থেকে ৯০ টি ইয়াবা উদ্ধার করে আভিযানিক দল। সে ওই গ্রামে জামাল সরদারের পুত্র।
কৈখালী উপকূল রক্ষী বাহিনীর স্টেশন অফিসার লেঃ জহুরুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, ইয়াবা বিক্রির খবর গোপনে জানতে পেরে তার নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে অভিযান চালিয়ে ৯০ টি ইয়াবা সহ মাছুম সরদারকে হাতে নাতে আটক করা হয়। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহনের জন্য তাকে শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে। শ্যামনগর থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন মাদক আইনে তাকে সাতক্ষীরা আদালতে প্রেরণ করা হয়েছে।