
জিয়াউর রহমান শ্যামনগর থেকে : শ্যামনগর থানা পুলিশ অভিযান চালিয়ে ইয়াবা সহ তিন ব্যক্তিকে আটক করেছে। বুধবার (১৬ মার্চ) রাতে নওয়াবেঁকী মাছের সেটের পাশ হতে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান তাদের আটক করে। এসময় তল্লাশি করে ৩৫ পিচ ইয়াবা জব্দ করে পুলিশ ।
আটককৃতরা হলেন উপজেলার প‚র্ব বিড়ালক্ষী গ্রামের ফজলুল হক সরদারের ছেলে আনারুল ইসলাম, পশ্চিম বিড়ালক্ষী গ্রামের জবেদ আলী সানার ছেলে আসাদুজ্জামান মিলন ও ছোটকুপট গ্রামের রাজগুল সানার ছেলে নাসির হোসেন।
শ্যামনগর থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ সত্যতা নিশ্চিত করে বলেন, আটক তিন ব্যক্তিকে মাদক আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।