
শ্যামনগর প্রতিবেদক: “অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এবারের প্রতিপাদ্য বিষয় নিয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল ১০টায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এর বাস্তবায়নে, ইউএসএআইডি এর অর্থায়নে, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায়, শ্যামনগর উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে এবং শ্যামনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর পরিচালনায় শ্যামনগর মডার্ন স্কুল মাঠে এ মহড়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি সহ সভাপতি মো. আক্তার হোসেন, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি সদস্য সচিব ও শ্যামনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শাহিনুর ইসলাম, এস ডি আর আর প্রকল্প কর্মকর্তা (ডি আর আর) দিপঙ্ককর সাহা সহ স্কুলের শিক্ষক মন্ডলী, ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ। শ্যামনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন সহকারী পরিচালক, এছাড়া ও স্টেশনের কর্মী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কমিউনিটি ভলেন্টিয়ার, রেড ক্রিসেন্টের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তরা বলেন, দুর্যোগ বলে আসে না। যেকোনো মুহূর্তে এসে বড় ধরনের ক্ষতি করতে পারে। তাই সবাইকে সচেতন থাকতে হবে। যাতে ক্ষতি কম হয়। আজকের এ প্রশিক্ষণ বাস্তব জীবনে কাজে লাগালে ক্ষতির পরিমাণ কম হবে।