
মোঃ আমজাদ হোসেন মিঠু, শ্যামনগরঃ শ্যামনগর সোনামুগারী সর্বজনীন উত্তর পাড়া পূজা উদযাপন কমিটির শ্যামা কালী পুজা উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২৯ অক্টোবর সন্ধ্যা ৭ টা থেকে মন্দির প্রাঙ্গণে বহিরাগত শিল্পীদের সমন্বয়ে সহশ্রাধিক দর্শকের উপস্থিতিতে উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রলীগের সভাপতি ও যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য হাফিজুর রহমান, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী আল ইমরান, সম্পাদক মোঃ আমজাদ হোসেন মিঠু, বাদঘাটা কিং স্টার ক্লাবের সভাপতি ও সদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এম ডি গোলাম মোস্তফা, ইউপি সদস্য শফিকুল ইসলাম শফি, গাজী মেডিকেল ডাঃ উত্তম কুমার, পিজুশ কান্তি মন্ডল সহ পুজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রিপন মন্ডল।