
মোঃ আমজাদ হোসেন মিঠু, শ্যামনগর থেকেঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বংশীপুরে সিনেমা স্টাইলে ব্যবসায়ী কে মারপিট ও ছিনতাই করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে ২১ নভেম্বর বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১:২০ মিনিটে বংশীপুরের নূর হোসেন ও আদরের গার্মেন্টস এর দোকানের সামনের গলিপথে। সূত্র মতে জানা যায়, ঈশ্বরীপুর ইউনিয়নের ঈশ্বরীপুর গ্রামের মৃত মুজিত শেখের ছেলে মফিজুর শেখ (৪২) দীর্ঘদিন ধরে বংশীপুর এর আমিন ফিস নামক মৎস্য প্রতিষ্ঠানে ম্যানেজার হিসেবে কাজ করে। ঘটনার দিন দুপুরে সে আমিন ফিস হইতে নগদ ৬০ হাজার টাকা ও তার নিজ ব্যবহৃত মোটরসাইকেল যোগে বাড়ি যাওয়ার পথে উক্ত দোকানের সামনে পৌঁছালে এলাকার চিহ্নিত চোরাকারবারি ও মাদক সেবী ঈশ্বরীপুর গ্রামের মৃত হাতেম আলী গাজীর ছেলে নূর মোহাম্মদ ওরফে কেলো খোকন তার মোটরসাইকেলের গতিরোধ করে লাথি মেরে ফেলে দেয়। এবং মফিজুর রহমান কে এলোপাতাড়ি মারধর, মোটরসাইকেল ভাঙচুর ও মোটরসাইকেলের হ্যান্ডেলে ব্যাগে থাকা নগত ৬০ হাজার টাকা ও প্রয়োজনীয় মৎস্য হিসেবের একটি ব্যাগ ছিনিয়ে নিয়ে এলাকার চিহ্নিত মাদক সেবী কালো খোকন দ্রুত মোটরসাইকেল যোগে ঘটনা স্থল ত্যাগ করে। উক্ত ঘটনায় মফিজুর রহমান শ্যামনগর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে শ্যামনগর থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে শ্যামনগর থানার এ এস আই মাজহারুল ইসলাম ও এ এস আই জিল্লুর রহমান ঘটনাস্থলে যেয়ে ঘটনার সত্যতা পায়। শেখ মফিজুর রহমান থানায় অভিযোগ দায়ের করায় ও ঘটনা স্থলে পুলিশ তদন্তে যাওয়ায় কালো খোকন বাহীনির সদস্যরা উত্তেজিত হয়ে ঘটনার দিন রাতে পুনরায় তার উপর হামলা চালায়। বিষয়টি নিয়ে তাৎক্ষণিক ভাবে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলহাজ্ব নাজমুল হুদাকে জানানো হলে তিনি বলেন, তদন্তকারী কর্মকর্তাকে বলেন তিনি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করবেন। বিষয়টি নিয়ে তদন্তকারী কর্মকর্তা এ এস আই মাজহারুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, ঘটনাটি ঘটেছে সত্য। তবে আমরা বিষয়টি সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট শোকোর আলী কে জানিয়েছি। তিনি উভয়পক্ষকে নিয়ে আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করার আশ্বাস প্রদান করেছেন। আমরা বিষয়টি স্থানীয়ভাবে আপোষ মীমাংসার চেষ্টা করছি। স্থানীয়ভাবে আপোষ মীমাংসা না হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে ২৩ শে নভেম্বর শনিবার দুপুর ১২ টার দিকে বিষয়টি নিষ্পত্তি করার লক্ষ্যে ইউপি চেয়ারম্যান এডভোকেট শোকোর আলী ইউনিয়ন পরিষদ হলরুমে উভয়পক্ষকে নিয়ে বিষয়টি নিষ্পত্তি করা কালীন সময়ে বলেন, আমি মারামারির বিষয়টি মিটাতে পারব কিন্তু টাকার বিষয়ে মেটাতে পারব না।