
নিজস্ব প্রতিবেদকঃ শ্যামনগর উপজেলার ১২ নং গাবুরা ইউনিয়নে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। ১৬ই ডিসেম্বর সোমবার সকালে দিবসটি উপলক্ষে গাবুরা জি এল এম মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে জাতীয় সংগীত ও বিজয় র্যালীর মাধ্যমে দিন ব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এস এম ওয়ায়েজ কুরুনির সঞ্চালনায় গাবুরা জি এল এম মাধ্যমিক বিদ্যালয়ের সহ-সভাপতি জি এম কামরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক ও গাবুরা জি এল এম মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি জি এম শফিউল আযম লেনিন। এসময় তিনি তার বক্তব্যে বলেন, আজ এই মহান বিজয় দিবসে আমরা অঙ্গিকার বদ্ধ হই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন কে আমরা দেশের মানুষের জন্য বিলিয়ে দেবো। তিনি উপস্থিত সকল শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার জন্য বিভিন্ন মুক্তিযু্দ্ধা বিষয়ক বই পড়ার কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয় সম্পাদক জি এম বাদশাহ আলম, গাবুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুল বারী, সাধারণ সম্পাদক শেখ মহাসিন আলম, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জি এম ইমাম হোসেন ও ইউনিয়ন যুবলীগের সভাপতি এস এম আতাউর রহমান, ৫৫নং গাবুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি জি এম মুশফিকুর রহমান,গাবুরা জি এল এম মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক এস এম ইয়াছমিনুর রহমান লিংকন। তাছাড়াও গাবুরা ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের সদস্য বৃন্দ, গাবুরা ইউনিয়নের সকল মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধি বৃন্দ উপস্থিত ছিলেন। সারাদিন ব্যাপী ক্রীড়া অনুষ্ঠান পরিচালনা করেন জি এম আব্দুল মান্নান খোকা।