
আব্রাহাম লিংকন, শ্যামনগর: শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের ধুমঘাট মটের চক এলাকায় সনাতন মন্ডলের ছেলে গ্রাম্য ডাক্তার পরিতোষের বাড়ীতে দিনদুপুরে চুরির ঘটনা ঘটেছে। পরিবার সূত্রে জানাগেছে যে, মঙ্গলবার সকালে বাড়ির সবাই ধানের জমিতে কাজ করতে গিয়েছিলো। বাড়িতে ফিরে ৩ টার দিকে এসে দেখে ঘরের তালা ভাঙ্গাসহ ঘরের জিনিসপত্র ছড়ানো ছিটানো দেখে। পরিতোষ মন্ডল বলেন, শাশুড়ির চিকিৎসার জন্য ছেলের মাধ্যমে ভারতে পাঠানোর জন্য নগত ৫ লাখ টাকা রাখা ছিলো। সাবেক ইউপি সদস্য শাইদুল ইসলাম বলেন, ঘটনাস্থলে গিয়ে বুঝলাম, স্থানীদের সহযোগিতা এমন ধরনের কাজ হতে পারে। এ ঘটনায় শ্যামনগর থানা-পুলিশের এসআই বিশ্বজিৎ ঘটনাস্থল পরিদর্শন করেন।