
সিরাজুল ইসলাম, শ্যামনগর ব্যুরো: আগামী ২ ডিসেম্বর শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে দাওয়াত পত্রসহ সকল প্রস্তুুত সম্পূর্ন হয়েছে। এসএম জগলুল হায়দার সভাপতি এবং এসএম আতাউল হক দোলন সাধারণ সম্পাদক হওয়ার দোর গোড়ায় পৌচ্ছে গেছে। এ তথ্য কাউন্সিলর এবং সম্ভাব্য সভাপতি সম্পাদক প্রার্থীদের সাথে আলোচনা করে পরিষ্কার হওয়া গেছে আগামী ২ ডিসেম্বের ত্রি-বার্ষিক সম্মেলনে বিনা প্রতিদন্দিতায় এসএম জগলুল হায়দার এমপি পুনরায় সভাপতি ও এসএম আতাউল হক দোলন উপজেলা চেয়ারম্যান পুনরায় সাধারন সম্পাদক নির্বাচিত হতে চলেছেন। সভাপতি পদে এসএম জগলুল হায়দারের বিপরিতে নূর নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বর্শিয়ান আওয়মীলীগার বখতিয়ার আহমেদ ও গাবুরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক জিএম শফিউল আযম লেনিনের প্রতিদ্বন্দিতা করার দৌড়-ঝাপ জন-মনে শোনা গেলেও শেষ পর্যন্ত দুজনের কেউ জগলুল হায়দারের প্রতিদ্বন্দী হচ্ছে না। সাধারণ সম্পাদক এ.এস আতাউল হক দোলনের বিপরিতে কাশীমাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও শ্যামনগর উপজেলা আওয়ামীলগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গাজী আনিসুজ্জামান আনিচ-এর প্রতিদ্বন্দিতা করার কথা থাকলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত তার কোন কার্যক্রম চোখে পড়ছে না। শোনা যাচ্ছে গাজী আনিছুজ্জামান আনিচ কোন প্রতিদ্বন্দিতায় আসছে না। তাই শুধু সময়ের অপেক্ষা আগামী ২ ডিসেম্বর। বিনা প্রতিদ্বন্দিতায় জগলু- দোলন বিজয়ী হওয়ার পথে। আর তাদের আবারও সভাপতি-সম্পাদক হিসেবে নতুন করে বরণ করতে উপজেলার চারিদিকে আনন্দ আর উল্ল্যাসের জোয়ার বইছে। গত উপজেলা আওয়ামীলীগের সম্মেলনে সভাপতি পদে কোন প্রতিদ্বন্দিতা না থাকায় বাংলাদেশ আওয়ামীলীগের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক এসএম জগলুল হায়দারকে সভাপতি ঘোষনা করায় এসএম জগলুল হায়দার বিনা প্রতিদ্বন্দিতায় সভাপতি নির্বাচিত হন। এসএম আতাউল হক দোলন সাধারণ সম্পাদক পদে তিন ভোটে গাজী আনিসুজ্জামান আনিচকে পরাজিত করে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। আসছে ২ ডিসেম্বর শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ৪৫৮ জন কাউন্সিলরের ভোট প্রয়োগ করার কথা রয়েছে। এর মধ্যে প্রতি ইউনিয়ন থেকে ৩১ জন, উপজেলা আওয়ামীলীগের ৭১ জন ও কো-অপশনে ১৫ জন ভোটার রয়েছে।