
ডুমুরিয়া প্রতিনিধি: শিক্ষার পাশাপাশি স্মার্ট ক্রীড়াঙ্গন শেখ হাসিনার দর্শন এটি কাজে লাগাতে ছেলে মেয়েদের খেলাধুলার প্রতি উৎসাহ যোগাতে হবে,বৃহস্পতিবার সকাল ১০টায় ডুমুরিয়া সাজিয়াড়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ এ কথা বলেন। বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক শফিক আহমেদ’র সঞ্চালনায় ও কমিটি’র সভাপতি সুলগ্না বসু’র সভাপতিত্বে স্বাগতিক বক্তব্যদেন, প্রধান শিক্ষক শহিদুল ইসলাম মোড়ল। এ সময় বক্তব্য দেন সত্যজিৎ চন্দ্র, মনিরুজ্জামান সরদার, মোঃ ইয়াসিন সরদার, জি,এম হাসানুজ্জামান, সাংবাদিক আশরাফুল আলম প্রমুখ। দোয়া পরিচালনা করেন আব্দুর রাজ্জাক।