“র্যাব-৫, রাজশাহীর ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন” করা হয়েছে। আজ ০৩ ফেব্রুয়ারি, ২০২০ তারিখ সোমবার সন্ধ্যা ০৭:৩০ টায় র্যাব-৫, সদর দপ্তর, রাজশাহীর ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ব্যাটালিয়ন সদর দপ্তর, রাজশাহীতে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার), অতিরিক্ত আইজিপি, মহাপরিচালক, র্যাব ফোর্সেস এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের সম্মানিত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) জনাব এ কে এম হাফিজ আক্তার, বিপিএম (বার), বাংলাদেশ পুলিশ।
উল্লেখ্য, এসময় আরো উপস্থিত ছিলেন উক্ত অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক অধিনায়ক, র্যাব-৫, রাজশাহীসহ রাজশাহী বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।