
নিজস্ব প্রতিবেদক: রোটারী ক্লাব অব সাতক্ষীরার ২৫তম অভিষেক ও রজত জয়ন্তী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এল্লারচর চিংড়ী চাষ প্রদর্শনী খামার অডিটোরিয়ামে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোটারী ক্লাব অব সাতক্ষীরার সভাপতি মোশারফ হোসেন মন্টু। প্রধান অতিথি ছিলেন ডিস্ট্রিক গভর্নর নমিনি মুন্তাসিম বিল্লাহ ফারুকী। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন এ্যাসিস্ট্যান্ট গর্ভনর মাহমুদুল হক সাগর, রোটা পিপি এনছান বাহার বুলবুল, রোটা পিপি হাবিবুর রহমান হাবিব, রোটা পিপি আশরাফুল করিম ধনি, রোটা পিপি বিশ্বজিৎ সাধু, রোটা পিপি সৈয়দ হাসান মাহমুদ, রোটা পিপি অধ্যাপক ভূধর সরকার, প্রেসিডেন্ট ইলেক্ট এ কে এম আনিছুর রহমান, রোটার আসাদুজ্জামান বাবু আক্তারুজ্জামান, ফারহা দিবা খান, আক্তারুজ্জামান কাজল, মনিরুজ্জামান টিটু, শফিউর রহমান, কামরুজ্জামান রাসেল, মিজানুর রহমানম, ওলিউল্লাহ, আনিসুর রহমান, আব্দুল্লাহ আল মামুন সহ রোটারী ক্লাব অব সাতক্ষীরা এবং পার্শ্ববর্তী বিভিন্ন ক্লাবের রোটার্যাক্টবৃন্দ, এ্যান্ট ও লেট উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন রোটারীয়ান শামীমা পারভীন রতœা।