- ব্রহ্মরাজপুরে কার্পেটিং রাস্তা নির্মাণ কাজের উদ্বোধনকালে এমপি রবি
নিজস্ব প্রতিবেদক: ব্রহ্মরাজপুর ইউনিয়নের মাছখোলা-গোয়ালপোতা সড়কের কার্পেটিং রাস্তা নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি। বৃহস্পতিবার (৩ নভেম্বর) বিকালে এ রাস্তা নির্মাণ কাজের উদ্বোধনকালে বীর মুক্তিযোদ্ধা এমপি রবি বলেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার। দেশে বড় বড় মেগা প্রকল্প যেমন হচ্ছে, ঠিক একইভাবে প্রত্যন্ত অঞ্চলেও উন্নয়ন হচ্ছে। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে আগামীতে আবারো আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। তিনি বলেন, সাতক্ষীরায় বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন ও অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার কাজ শুরু হয়েছে। আমরা রাস্তাঘাট এবং অবকাঠামো উন্নয়নে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছি, ফলে আগামী দিনে এ জেলা দৃশ্যপট বদলে যাবে।’ এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, জেলা মহিলা আ.লীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা, ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান মো. আলাউদ্দিন ঢালী, সাতক্ষীরা পৌর আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, জেলা পরিষদের সাবেক সদস্য ওবায়দুর রহমান লাল্টু, ধুলিহর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ বোরহান উদ্দিন, জেলা মহিলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলেখা চন্দ্র দাস, ঠিকাদার বেলাল প্রমুখ। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)র বাস্তবায়নে ব্রহ্মরাজপুর ইউনিয়নের মাছখোলা-গোয়ালপাতা সড়ক নির্মাণ ১ কোটি ৪০ লক্ষ টাকা ব্যয়ে এই দেড় কিলোমিটার কার্পেটিং রাস্তা নির্মাণ করা হচ্ছে। এসময় দলীয় নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, এলাকার সাধারণ মানুষ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বিকাশ চন্দ্র দাস।
রাস্তাঘাট এবং অবকাঠামো উন্নয়নে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছি
পূর্ববর্তী পোস্ট