
লিটন ঘোষ বাপি, দেবহাটা থেকে: দেবহাটা থেকে নাংলা, নওয়াপাড়া ও খানজিয়া হয়ে নলতা চৌমুহনীতে মহাসড়কের সাথে মিলিত হওয়া পিচঢালা রাস্তাটি অতিবৃষ্টি জণিত কারণে পিচঢালা সড়কের কার্পেটিং উঠে গিয়ে বড়বড় খানা-খন্দে পরিনত হয়েছে।
১০ আগস্ট মঙ্গলবার সকাল ১০ টায় যুবনেতা খাদেমুল ইসলাম তুফানের উদ্যোগে ইট-বালু দিয়ে সড়কটি মেরামতের কাজ শুরু করা হয়েছে। প্রতিদিন নলতা থেকে দেবহাটা ও দেবহাটা থেকে নলতা হয়ে কালীগঞ্জ অভিমুখে হাজার হাজার মানুষ ও যানবাহনের যাতায়াত ওই সড়কটিতে।
কিন্তু পরিকল্পিত পানি নিষ্কাশন ব্যবস্থার অভাবে গেল কয়েক বছর ধরে চৌমুহনী সংলগ্ন আহছানউল্লা ক্লিনিকের সামনে থেকে কয়েকশ গজ রাস্তায় অতিবৃষ্টি জণিত জলাবদ্ধতা প্রকট আকার ধারন করে। এতে করে পিচঢালা সড়কের কার্পেটিং উঠে গিয়ে বড়বড় খানা-খন্দে পরিনত হয় ব্যস্ততম রাস্তাটি। ফলে নিত্যদিনের যাতায়াতে তীব্র ভোগান্তির শিকার হচ্ছিলেন দুই উপজেলার বহু মানুষ।
দীর্ঘদিনের এ জনদূর্ভোগ নিরসনে জনপ্রতিনিধিরা এগিয়ে না আসায় অবশেষে রাস্তাটি মেরামতের কাজ শুরু করেছেন তরুন যুবনেতা খাদেমুল ইসলাম তুফান। চলাচলের অযোগ্য ওই সড়কটি ব্যক্তি উদ্যোগে ইট-বালু দিয়ে মেরামতের কাজ শুরু করেন তিনি। জনস্বার্থে এবং জনদূর্ভোগ নিরসনে সড়কটি মেরামতের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সর্বস্তরের মানুষ।