রাশেদ আলী, যশোর: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের পিকনিক কর্নারের সামনে থেকে শেফালী খাতুন (৪৫) নামে এক বিধবা নারীর নগদ টাকা কেড়ে নিয়েছে দুর্বৃত্তরা । ঘটনাটি ঘটে গত ২১ আগষ্ট সন্ধা ৭ টার দিকে এঘটনায় ভূক্তভূগী ওই নারী বাদী হয়ে যশোর কোতয়ালী মডেল থানায় ২ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত নামা ২/৩ জনের নামে অভিযোগ দায়ের করেন। আসামিরা হলো ১, মোঃ মুন্না হোসেন পিতা : তোফাজ্জেল হোসেন সাং চাউলিয়া ২, অনিক পিতা শফিগাজী সাং চাউলিয়া, সদর যশোর। আরো অজ্ঞাত নামা ২/৩ জন। অভিযোগসুত্রে জানা যায় শেফালি বেগম গত ২১ তাং এ তার বোন চাউলিয়া গ্রামের রহিমা বেগমের কাছ থেকে শাড়ী কাপড়ের ব্যবসা করার জন্যে ৪৫ হাজার টাকা ধার করে নিয়ে ইজিবাইক যোগে শংকরপুরের নিজ বাড়িতে ফিরছিলেন পথিমধ্যে রামনগর পিকনিক কর্নারের পাকা রাস্তার মোড়ে আসলে ইজিবাইক এ থাকা মুন্না, অনিক সহ আরো ২/৩ রহিমা বেগমের কাছে থাকা ৪৫ হাজার টাকা মারধর ও চাকু ঠেকায়ে জোর করে ছিনতাই করেন এবং টাকা নিয়ে আসামিরা স্থান ত্যাগ করেন। এ ঘটনায় ভূক্তভূগী অসহায় বিধবা মহিলা টাকা উদ্বার এবং আসামীদের গ্রেফতারের জন্যে প্রশাসনের কাছে জোর দাবী জানান।
যশোর সদরে ছিনতাই, থানায় অভিযোগ দায়ের
পূর্ববর্তী পোস্ট