নিজস্ব প্রতিবেদক: সাংবাদিক কন্যা রেজওয়ানা পারভীন মেডিকেলে চান্স পেয়েছে। সে ২০২১ সালের মেডিকেল ভর্তি পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় স্থান পেয়ে যশোর মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে। রেজওয়ানা এর আগে ৮ম শ্রেনীতে ট্যালেন্টপুলে ও এস,এস সি পরীক্ষায় সাতক্ষীরা সরকারি গার্লস স্কুল থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পায় এবং এইচ,এচ,সি পরীক্ষায় সাতক্ষীরা সরকারি কলেজ থেকে গোল্ডেন এ প্লাস সহ বৃত্তি লাভ করে। তার ছোট বোন নুসরাত জাহানও ৮ম শ্রেনীতে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করে বর্তমানে ১০ম শ্রেনীতে পড়ছে। তার মা নূর জাহান খাতুন একজন গৃহীনি এবং বাবা আক্তারুজ্জামান বাচ্চু দৈনিক ইনককিলাব এর সাতক্ষীরা জেলা প্রতিনিধি। রেজওয়ানা’র এই সাফল্যে দৈনিক সাতনদী পত্রিকার সম্পাদক ও প্রকাশক হাবিবুর রহমান সহ তার পরিবারের সদস্যরা তাকে অভিনন্দন জানিয়েছেন এবং তার ভবিষ্যৎ উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।