
জি,এম,নজরুল ইসলাম, মুন্সীগঞ্জ(শ্যামনগর) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদে সাংবাদিক প্রবেশ নিষেধ করলেন ইউপি সদস্য আকবর আলী পাড়।
প্রাপ্ত তথ্যে জানা গেছে, করোনা ভাইরাস প্রতিরোধে হতদরিদ্রদের ত্রাণ বিতরণের তথ্য সংগ্রহ করতে গিয়ে মঙ্গলবার (২৮ এপ্রিল) বেলা ১২ টার দিকে ইউনিয়ন পরিষদের টেবিলের উপরে হতদরিদ্রদের তালিকা দেখছিল দৈনিক কাফেলা ও বাংলা প্রতিদিন পত্রিকার সাংবাদিক আশরাফ হোসেন। সে সময় তা বাঁধাগ্রস্ত করে ইউপি সদস্য আকবার।
ইউনিয়ন পরিষদের দায়িত্বে থাকা আমজাদ হোসেনে তার হাত থেকে তালিকা কেড়ে নিয়ে বলে চেয়ারম্যান ও মেম্বার এই তালিকা দেখার সাহস পায়না তুমি দেখার কে? পরিষদে এসে চেয়ারম্যানের অনুমতি ছাড়া ছবি তুলতে পারবা না। তোমরা অনুমতি নিয়ে তালিকা নেওয়াসহ ছবি তুলবে।
বিষয়টি নিয়ে সাংবাদিকের সাথে একপর্যায়ে কথা কাটাকাটি চলতে থাকে। এমন অবস্থায় মুন্সিগঞ্জ ইউনিয়নের ১নং ওয়ার্ডের আলোচিত ইউপি সদস্য আকবর আলী পাড় সাংবাদিক আশরাফ হোসেনকে প্রকাশ্যে মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদ চত্বরে প্রবেশ করতে নিষেধ করে। প্রবেশ করলে তার ব্যবস্থা নেবে বলে হুমকি দেয়।
স্থানীয়দের মধ্যে আল-মামুন জানান, জনসম্মুখে ইউপি সদস্য আকবর আলী পাড় সাংবাদিককে ইউনিয়ন পরিষদে ঢুকতে নিষেধ করেছে। ইতোপূর্বে আলোচিত ইউপি সদস্য আকবর আলি পাড়ের বিরুদ্ধে ইউনিয়ন পরিষদে সাধারণ মানুষকে ডেকে এনে শারীরিক নির্যাতন করার অভিযোগে জেল খাটার অভিযোগ রয়েছে। এছাড়াও বিভিন্ন অপকর্ম ও দুর্নীতির সাথে জড়িত আছে বলেও একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
এ বিষয়ে মেম্বর আকবর আলী পাড়ের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার ব্যবহৃত মোবাইল ফোনে সংযোগ পাওয়া যায়নি।
এ বিষয়ে চেয়ারম্যান আলহাজ্ব আবুল কাশেম মোড়লের কাছে জানতে চাইলে তিনি বলেন, ইউনিয়ন পরিষদে প্রবেশ নিষেধ করেছে কিনা আমার জানা নেই। তবে কথা কাটাকাটি হয়েছে এটা সত্য।
সাংবাদিকদের ইউনিয়ন পরিষদে প্রবেশ নিষেধ করায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন সুধীমহল।