
প্রেস বিজ্ঞপ্তি: “মানুষ মানুষের জন্য“ এই স্লোগান কে সামনে রেখে সাতক্ষীরার কৃতি সন্তান বিশিষ্ঠ নাট্য পরিচালক জি.এম সৈকত প্রতিষ্ঠা করেন “মানবতার কল্যাণ ফাউন্ডেশন” দীর্ঘদিন ধরে বাংলাদেশের বিভিন্ন জেলা এবং উপজেলায় অসহায়,অসুস্থ এবং সুবিধা বঞ্চিত মানুষের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছে এই সংগঠনটি। তারই ধারাবাহিকতায় “মানবতার কল্যাণ ফাউন্ডেশন” কুস্টিয়া জেলা শাখার উদ্দ্যোগে কুস্টিয়া জেলার “উদয় মা ও শিশু পূনর্বাসন” কেন্দ্রে বৃদ্ধা মায়েদের মাঝে গতকাল শীতবস্ত্র বিতরন করা হয়।
সংগঠনটির চেয়ারম্যান জি.এম সৈকত বলেন, কুস্টিয়াতে এমন একটি মহতি কাজে শরীক হতে পেরে খুবই ভালো লাগছে এবং তিনি আরও বলেন আমরা খুব শীগ্রহ কুস্টিয়াতে “ফ্রি মেডিকেল তথ্য সেবা কেন্দ্র” উদ্বোধন করতে যাচ্ছি।
শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন “মানবতার কল্যাণ ফাউন্ডেশন” এর কুস্টিয়া জেলা শাখার সভাপতি-ফয়সাল হক, সহ-সভাপতি-আফরোজা হান্নান, সাধারণ সম্পাদক-সজিবুল ইসলাম, অর্থ সম্পাদক-উসাইদ অর্ক, নির্বাহী সদস্য-মতিয়ার রহমান, সাকিব হোসেন, ফারিস্তা হোসেন।