
নিজস্ব প্রতিবেদক: সদরের মাধবকাটি এলাকায় অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ আশরাফুল ইসলাম (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার (২৯ মে) মধ্যরাতে সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটির রেউই বাজারস্থ জনৈক তারিকুজ্জামান সিজান এর রাইচ মিল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আশরাফুল ইসলাম কলারোয়ার কেঁড়াগাছির জনাব আলী বিশ্বাসের ছেলে।
র্যাব-৬ এর সাতক্ষীরা সিপিসির অধিনায়ক এএসপি মাহবুব জানান, গোপন সংবাদের ভিত্তিতে রেউই বাজার এলাকায় অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামিকে জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।