
রবিউল ইসলাম:
সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি বাজার কমিটি গঠন করা হয়েছে। দূর্ণীতির অভিযোগে আগের কমিটি বাতিল করে নতুন করে কমিটি গঠন করা হয়। সোমবার সন্ধ্যায় বাজারের সকল ব্যবসায়ীদের উপস্থিতিতে এ কমিটি গঠন করা হয়েছে। নয় সদস্য বিশিষ্ট্য আহবায়ক কমিটিতে আহবায়ক হিসেবে রয়েছেন মোনায়েম সানা, যুগ্ন আহবায়ক ডা: শ্যামল কুমার ও সদস্য হিসেবে রয়েছেন বাবলু রহমান, জাহাঙ্গীর কবির, রবিউল ইসলাম, হাবিবুর রহমান হবি, ওমর ফারুক, মোশাররফ হোসেন এবং সাজ্জাদ হোসেন লাবনী।
ব্যাবসায়ীদের সম্মতিক্রমে গঠিত বাজার কমিটির সাংগঠনিক কাগজপত্র স্থানীয় ইউপি সদস্য ইকবাল আনোয়ার সুমনের কাছে হস্তান্তর করা হয়েছে।