
ইয়ারব হোসেন: মাদকের বিরুদ্ধে সাতক্ষীরা থানা পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে। গত দুই দিনে পৃথক তিনটি অভিযানে ১৪০ বোতল ফেন্সিডিল, ১ কেজি গাঁজা ও ১০০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়েছে।
বিভিন্ন সূত্রে জানা যায়, শনিবার (১১ জানুয়ারী) রাতে সদর উপজেলার হাড়দ্দহা গ্রামের আব্দুল এর পুত্র আব্দুল হামিদ (৫০) কে এস,আই মানিক ১৪০ বোতল ফেন্সিডিল সহ আটক করে। এসব ফেন্সিডিল সে বিক্রির উদ্দেশ্যে রান্না ঘরে পুঁতে রেখেছিল।
অন্যদিকে রবিবার (১২ জানুয়ারী) সদর থানার এ,এস,আই সাইফুল ও শাহানুর পৃথক দুইটি অভিযান চালিয়ে সদর উপজেলার মাহমুদপুর গ্রামের মৃত শামসুদ্দিন এর পুত্র আইয়ূব হোসেনকে ১ কেজি গাঁজা সহ এবং মাধবকাটি গ্রামের মৃত মোকছেদ সরদারের পুত্র মোক্তার হোসেন (৩৮) কে ১০০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করে। আটককৃতরা সবাই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে জানা গেছে।
সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, এসপি স্যারের দিক নিদের্শনায় মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান চালানো হচ্ছে। যে যত বড়ই শক্তিশালী হোক না কেন মাদকসহ অপরাধীদের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স দেখাবে। বিপদগামী যুব সমাজকে উদ্ধার করতে ও মাদকের ভয়াবহতা রোধ করতে এ অভিযান চলমান থাকবে।