স্টাফ রিপোর্টার, দেবহাটা: মাদক, জঙ্গীবাদ ও সন্ত্রাস দমনে পুলিশ বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করতে সচেতন নাগরিকসহ সকলের প্রতি আহবান জানিয়েছেন সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মো. আতিকুল ইসলাম। সোমবার বিকেলে গাজীরহাট বাজারে দেবহাটা থানা পুলিশ আয়োজিত বিট পুলিশিং সমাবেশে দেবহাটা থানার ওসি বাবুল আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান। এসময় তিনি আরো বলেন, ২০১৩-১৪ সালে রাজনৈতিক একটি গোষ্ঠী সাতক্ষীরাকে প্রায় অকার্যকর করে তুলেছিল। সে সময় জেলায় জঙ্গীবাদ ও সন্ত্রাসী কর্মকান্ড ব্যাপক হারে বেড়ে গিয়েছিল। সেই চরম মুহুর্তে জেলা পুলিশের তৎপরতায় সাতক্ষীরায় ফের শান্তি ফিরেছে। শুধু তাই নয়, সীমান্তবর্তী জেলা হওয়ায় এক সময় এখানে মাদকের ছড়াছড়ি ছিল। জেলা পুলিশের কঠোর অবস্থানের কারনে আজ এখানে মাদকের বিকিকিনি ও সেবন অনেকাংশেই কমেছে। এসব বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতাবোধ সৃষ্টি না হলে কেবলমাত্র পুলিশের পক্ষে এধরনের অপরাধ নিয়ন্ত্রন সম্ভব হবেনা। তাই দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সাতক্ষীরাকে মাদক, জঙ্গীবাদ ও সন্ত্রাসমুক্ত করতে সকলের সহযোগীতা এবং পুলিশ ও জনতা ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান তিনি। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দেবহাটা সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার এসএম জামিল আহমেদ, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই গোলাম আজম ও এসআই অরুবা সুলতানা।
মাদক, জঙ্গীবাদ ও সন্ত্রাসমুক্ত করতে পুলিশ ও জনতা ঐক্যবদ্ধ থাকার আহবান
পূর্ববর্তী পোস্ট