কলারোয়া ব্যুরো:
কলারোয়া থানার সদ্য পদায়িত অফিসার ইনচার্জ মোহা. মোস্তাফিজুর রহমান ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলায় নিজের স্ত্রীর জমিতে আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করে দিলেন। পহেলা রমজানে বাদ জুম্মা মসজিদটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন কলারোয়া থানায় সদ্য পদায়িত এই ওসি মোহা.মোস্তাফিজুর রহমান।
খোঁজ নিয়ে জানা যায়, ওসি মোহা. মোস্তাফিজুর রহমানের শ্বশুর বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলাতে। সেখানে তার স্ত্রীর নামে জমি রয়েছে। তিনি জানান, টাকা-পয়সা নিয়ে কেউ কবরে যেতে পারবেনা। কবরে যাবে মানুষের ঈমান আর আমল।
মসজিদ বিষয়ে তিনি বলেন, আমার স্ত্রী তার পিতার দেওয়া জমিটি আল্লাহর ঘর মসজিদ তৈরি করার জন্য দান করতে ইচ্ছাপোষণ করেন। তখন আমি ভাবলাম আমার স্ত্রী যদি তার পিতার দেওয়া এতদামী জমিটি দান করতে পারে আল্লাহর রাস্তায়, তাহলে আমি কেনো সেখানে একটি মসজিদ তৈরি করতে পারবোনা! পরে আল্লাহ পাঁক আমাদের মনের আসা কবুল করেছেন।
ওসি মোস্তাফিজ জানান, “একদিনে মসজিদ নির্মাণ করা সম্ভব হয়নি।আমি প্রতিমাসের বেতন থেকে কিছু টাকা রেখে দিতাম। সেই টাকা দিয়ে প্রথম মাসে ইট কিনলাম, পরের মাসে বালু কিনলাম,পরের মাসে সিমেন্ট কিনলাম। এভাবে মাসের পর মাস টাকা জমিয়ে একটি মসজিদ নির্মাণ করতে পেরে আমি আল্লাহর দরবারে শুকরিয়া জানাই।”