
আতিয়ার রহমান, মণিরামপুর প্রতিনিধি: মণিরামপুরে চালুয়াহাটি ইউনিয়নে দুই শতাধিক গরীব ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বুধবার সকালে কম্বল বিতরণ করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির নির্বাহী সদস্য ও সিটি প্লাজার চেয়ারম্যান এস এম ইয়াকুব আলী।
চালুয়াহাটি ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক আবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা রাখেন জেলা পরিষদ সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম মিলন, যুগ্ম আহবায়ক আমজেদ আলী খান, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন, শ্যামকুড় ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হাজী আহাদুল করিম, রাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জসিম উদ্দীন, রাজগঞ্জ ফাড়ির এএসআই আজমল হোসেন, ইউপি সদস্য হুসাইন কবির মিঠু, মোজাম্মেল হক, সাবেক ইউপি সদস্য আমজাদ হোসেন, সংরক্ষিত মহিলা সদস্য মাহফুজা বেগম প্রমুখ।
কম্বল বিতরণকালে এস এম ইয়াকুব আলী বলেন, প্রতিবছর শীত এলেই নিজস্ব অর্থায়নে অসহায় শীর্তাতদের সাধ্যমত সহযোগিতা করি। এবছর মণিরামপুর ১৭টি ইউনিয়ন ও পৌরসভায় শীর্তাদের মাঝে কম্বল বিতরণের করবো।