
আতিয়ার রহমান, মণিরামপুর (যশোর): যশোরের মণিরামপুরে ফসলী জমি জোর পূর্বক জবর দখল করে ঘের করার চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে। দখলে বাঁধা দেওয়ায় প্রতিপক্ষের লোকজন হত্যার হুমকি দিয়েছে বলেও জানাগেছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এ থেকে পরিত্রাণ পেতে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন ভূক্তভোগী জমির মালিকগণ।
খোঁজ খবর নিয়ে জানা যায়, উপজেলার মাছনা-বাহাদুরপুর মৌজায় থাকা ১’শ ২৮ বিঘা জমি ওই গ্রামের মালিকগণ ভোগ দখল করে দীর্ঘদিন চাষাবাদ করিয়া আসিতেছে। এ চাষাবাদের কারণে ১’শ ৩জন জমির মালিকগণ পরিবারের ভরন পোষন করে আসছেন। ওই জমিতে ব্যাপক খাদ্য শষ্য উৎপাদন হওয়ায় এলাকার প্রভাবশালী বাহির ঘরিয়া গ্রামের নওশের পন্ডিতের ছেলে হালিম হোসেনের কুনজরে পড়ে। তার নেতৃত্বে মৃত জিলেতুল্যর ছেলে ইজ্জেত সর্দার, মৃত বারিক সরদারের ছেলে আব্দুল্লাহ সরদার, মৃত জালাল সরদারের ছেলে আমিন সরদার, মৃত বাহাদুর আলীর ছেলে ইসলাম হোসেন ও মৃত নিছার সরদারের ছেলে জসিম সরদার জোর পূর্বক জমি দখল করার পায়তারা করছেন এবং জমির মালিকগণের বিভিন্ন ধরণের ভয়-ভীতি ও হুমকি-ধামকি অব্যাহত রেখেছেন। এ থেকে পরিত্রাণ পেতে জমির মালিকগণ উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
ভূক্তভোগী জমির মালিকগণ বলেন, তারা জোরপূর্বক সন্ত্রাসী কায়দায় আমাদের নিজ জমি জোরপূর্বক দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রতিবাদ করতে গেলে তারা হত্যার হুমকি দেয়। তারা প্রভাবশালী হওয়ায় প্রাণের ভয়ে দিনাতিপাত করতে হচ্ছে আমাদের। অভিযুক্ত সবার আইনানুগ শাস্তির দাবী জানাচ্ছি। এই বিষয়ে আমরা উপজেলা নির্বাহী অফিসারসহ সরকারি বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছি।