
রাশেদ আলী/ আরিফুল ইসলাম: যশোর মণিরামপুর উপজেলায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফারুক হোসেনের সভাপতিত্বে সর্ব কালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির জনক শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মশতবার্ষিকী পালক করেন ত্যাগি আওয়ামী লীগ নেতা কর্মীরা।এসময় বিশেষ বক্তব্য দেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মিকাইল হোসেন, সাবেক ছাত্র নেতা সন্দিপ ঘোষ, সাবেক পৌর কউনসিলার গৌর কুমার ঘোষ, নবনির্বাচিত ইউনিয়ন চেয়ারম্যান তৌহিদুল ইসলাম, নবনির্বাচিত ইউনিয়ন চেয়ারম্যান ফারুক হোসেন, নবনির্বাচিত ইউনিয়ন চেয়ারম্যান মাজহারুল ইসলাম সাবেক চেয়ারম্যান ভঞ্জন পাড়ে, আনোয়ার হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগ সমার্থিত নৌকার প্রার্থী মিলন হোসেন, আসমাতুননেছা, মহিলা আওয়ামী নেত্রী আসমা আক্তার লাখি, ছাত্র নেতা মাহবুবুর রহমান, সাজ্জাত,সেতু,বাপ্পি,মেহেদি,
সুমন, জনি।
প্রধান অতিথির বক্তব্যে মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন বলেন, আমি মণিরামপুর গরিব অসহায় মানুষের পাশে আছি থাকবো। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কারনে দেশ উন্নয়নশিল, আজ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বাংলাদেশ গড়ার কারিগর শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মশতবার্ষিকী। তার আত্মার শান্তি কামনা করি আমি,যার জন্ম না হলে হয়তো আজ সোনার বাংলা হতো না। যার কথায় লক্ষ লক্ষ মানুষ সে দিন ঝাঁপিয়ে পড়ে ছিলেন যুদ্ধে। তবে আজ ৫০ বছর পর যখন শুনি যুদ্ধ না করেও মুক্তি যোদ্ধা সার্টিফিকেট পায় তখন কষ্টে বুক ফেটে যায়।এবিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করি। পরিশেষে সকল শহীদের আত্মার শান্তি কামনা করি। আল্লাহ পাক জাতির জনক সহ সকল কে বেহেশত দান করুক, সেই সাথে বাংলার অহংকার জননেত্রী শেখ হাসিনার প্রতি আমার ভালোবাসা রইল আল্লাহ পাক তাকেও সুস্থ রাখুক সেই দোয়া করি। আমরা জননেত্রী শেখ হাসিনার পথপ্রদর্শক, যিনি রাত দিন গরিব অসহায় মানুষের চিন্তা করেন, কি ভাবে তাদের ভালোরাখা যাই। কি ভাবে তাদের সেবা করা যায়, একের পর এক গরিব মানুষ কে সচল করার লক্ষে কাজ করে চলেছেন তিনি। ৩০ টাকা চাউল কেজি ১৮ টাকা আটার কেজি, ১০ টাকা কেজিতে চাউলের কার্ড স্কুল কলেজ রাস্তা ঘাট গরিব ভুমিহীন মানুষের জমি দিয়ে ঘর করে দিয়েছেন তিনি, গরিব মানুষ কে সচল করতে গরুর লোন করে দিয়েছেন তিনি, এমন কোনো জায়গা নাই সেখানে উন্নয়ন নেই। আপনারা সবাই জাতির জনকের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন,তাকে যেনো সৃষ্টি কর্তা সব সময় সুস্থ রাখেন। জয় বাংলা জয় বঙ্গবন্ধু