
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদর উপজেলার ভোমরায় ব্যক্তি মালিকানাধীন জমি দখল পায়তারার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৬ মে) বেলা ১২টায় ভোমরা ইউনিয়নের নবাতকাটি মৌজার ২৫ নম্বর জেএল এর খতিয়ান নং-১০১৫, দাগ নং- ৯১৯ জমিতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী যশোর ঝিকরগাছা কীর্তিপুর এলাকার মৃত মোজাম্মেল হকের ছেলে নিছার উদ্দিন আহমেদ (৫৫) সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, উক্ত জমি ভুক্তভোগী অভিযোগকারীর স্ত্রী দিল আফরোজ বুলবুল ক্রয় সূত্রে নবাতকাটি মৌজার ২১ শতক জমির মালিক। মঙ্গলবার (১৬ মে) বেলা ১২টার দিকে ১৫/২০ জন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে মারধরের ভয় দেখিয়ে উক্ত জমি দখলের চেষ্টা করে এবং জমিতে থাকা সীমানা পিলার, টিন, সাইনবোর্ডসহ নির্মাণ সামগ্রী খুলে নিয়ে যায়। এতে ভুক্তভোগীর প্রায় ১ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে। অবৈধ দলিল দেখিয়ে বিভিন্ন জায়গা জমি দখল করা এই চক্রের প্রধান কাজ। তাদের কাজে বাঁধা দিয়ে তারা মামলার ভয় দেখায় এবং বহু মানুষের নামে তারা মিথ্যা মামলা করেছে। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ ফকরুল আলম জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।