
সাতনদী ডেস্ক: ভোমরাস্থল বন্দর মটরসাইকেল চালক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টায় ভোমরা স্থলবন্দরস্থ সমিতির কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সভাপতি পদে জাকির হোসেন, সহ-সভাপতি আবু দাউদ আলী, সাধারণ সম্পাদক ইউসুফ গাজী, সহ-সাধারণ সম্পাদক জামিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান (খোকন), অর্থ সম্পাদক আসাদুল ইসলাম, প্রচার সম্পাদক আব্দুর রশিদ, দপ্তর সম্পাদক আমানুল্লাহ নির্বাচিত হন।
প্রধান অতিথি ছিলেন, সংগঠনের উপদেষ্টা ও ভোমরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট সমাজসেবক জালাল উদ্দীন মোল্লা, ভোমরা ইউপি সদস্য সাজ্জাদ আলী, ইউনিয়ন যুবলীগ নেতা জাকির হোসেন প্রমুখ।