নজরুল ইসলাম, তালা: আগামী জাতীয় সংসদ ও উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে তালার ধানদিয়া ফুলবাড়ি বাজার চত্বরে জাতীয় পার্টির নির্বাচনী পথ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে তালা পাটকেলঘাটা থানার ধানদিয়া ইউনিয়ন জাতীয় পার্টির আয়োজনে জাতীয় পার্টির ইউনিয়ন সভাপতি প্রভাষক মো. আবু বক্কর গাজীর সভাপতিত্বে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন জাপার প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী জননেতা সৈয়দ দিদার বখৎ। এসময় প্রধান অতিথি বলেন, ওয়ার্কার্স পার্টি থেকে ভোট না করেও দুই বার এমপি হলে তিনি জনগণের কাজ করবেন কেন? পাটকেলঘাটা থানার ধানদিয়া ইউনিয়ন জাতীয় ছাত্র সমাজের সিনিয়র সহ- সভাপতি মো. আহসান হাবিবের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা জাতীয় পার্টি ও তালা প্রেসক্লাব সভাপতি গরিবের বন্ধু উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক এসএম নজরুল ইসলাম, উপজেলা জাতীয় পাটির সিনিয়র যুগ্ম- সম্পাদক সেখ সিরাজুল ইসলাম, তেঁতুলিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মাষ্টার আব্দুল আজিজ,তালা উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ডা. আবুল বাশার, জাপানেতা মো. মাসুদ হাসান মনি, জাতীয় ছাত্র সমাজের তালা উপজেলা শাখার সভাপতি মো. নজরুল ইসলাম রাজু। বক্তব্য রাখেন ধানদিয়া জাতীয় যুব সংহতির সভাপতি মো. সিদ্দিকুর রহমান, সাধারন সম্পাদক মো. শরিফুল ইসলাম, ধানদিয়া ইউনিয়ন সভাপতি মো. আরশাফুজ্জামান শাওন, সাধারন সম্পাদক মো. শফিক আহমেদ নগরঘাটা ইউনিয়ন জাতীয় ছাত্র সমাজ সভাপতি মো. সৌরভ খাঁন প্রমুখ। সভায় এমপি প্রার্থী জননেতা সৈয়দ দিদার বখৎ বলেন, ওয়ার্কার্স পার্টি থেকে বিনাভোটে দুবার এমপি নির্বাচিত হলেও কোন উন্নয়ন করেনি। পাটকেলঘাটা হাটের মধ্যে পানি জমে আছে। মানুষ চলতে পারে না। জনগনের ভোটে নির্বাচিত না হওয়ায় জনগনের সাথে জবাবদিহিতা নেই। তালা কলারোয়ায় রাস্তাঘাট সহ কোন উন্নয়ন হয়নি। ব্যক্তি বিশেষ ব্যক্তিগত মানুষের ভাগ্যের উন্নয়ন হয়েছে। তিনি মন্ত্রী থাকাকালে নজির বিহীন উন্নয়ন করেছেন। তিনি সুশাসন উন্নয়ন ও মানুষের অধিকার ফিরে পেতে আগত সংসদ নির্বাচনে জি,এম কাদের সাহেবের নেতৃত্বে সারাদেশে লাঙ্গল প্রতিক কে বিজয়ী করার আহব্বান জানান।