
আব্রাহাম লিংকন: শ্যামনগরের ভেটখালী বাজার চলছে, অভিভাবক শূন্যে। দোকান ব্যবসায়ীদের থেকে পাওয়া তথ্যে জানা গেছে, ভেটখালী বাজারটি দেখভাল করার কোন লোক নেই। বাজারের নেই কোন কমিটি। বাজারে আবর্জনা পরিষ্কার না করায় তৈরি হচ্ছে ডেঙ্গু মশার কারখানা। জমাট বাঁধা পানি অপসারণ হওয়ার জায়গাটুকুও দখল করে নিয়েছে ভূমিদস্যুরা। বাজারে লাইটগুলো সব নষ্ট অবস্থায় পড়ে আছে। নাইটগার্ড হিসাবে মাত্র দুইজন, নুরআলী গাজী ও আবুল গাজী। যা বাজার হিসাবে কিছুই না। কিছু কিছু প্রভাবশালী দোকান ব্যবসায়ীরা মাসের শেষে তাদের বেতনও ঠিকমত দেয় না। পর্যাপ্ত নাইটগার্ড ও পর্যাপ্ত লাইট না থাকার কারণে বাজারে প্রায় সময় চুরি হয়ে থাকে। প্রায় সময় দেখা যায় দখল নিয়ে গোলমাল হতে। দোকান ব্যবসায়ীরা জানান, সন্ধ্যার পর থেকে বাজার অন্ধকার থাকায় দোকানে চুরি হয়ে যায়। বাজারে প্রায় সময়ে চুরি হলে নাইটগার্ডরা অপারগতা স্বীকার করে। নাইটগার্ডরা জানান, আমরা মাত্র দুজন নাইটগার্ড, বাজারের দুই মাথায় দুজন থাকায় বাজারের মাঝে ফাঁকা অবস্থায় চুরি হয়ে যায়। আমরা কি করতে পারি? এত বড় বাজারে দুইজন নাইটগার্ডে পাহারা দেওয়া যায় না। আমাদের বেতনও ঠিক মত দেয় না। আর বাজার থেকে দোকান ব্যবসায়ীরাও টাকা দিতে চাই না। বর্তমানে দ্রব্য মূল্যের যা দাম, তাতে এমন বেতনে থাকার মত না। এই নিয়ে বাজার কমিটির সভাপতি চেয়ারম্যান শেখ আল মামুন জানান, আমি বিষয়টি নিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করছি।