
নব কুমার দে, তালা থেকে: সাতক্ষীরা জেলার তালা উপজেলার ইসলামকাটী ইউনিয়নে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র ১৯০৫ ইং সালের ৪ ঠা আগস্ট অবিভক্ত ভারতের উথালী গ্রামে জন্ম গ্রহণ করেন। তাঁর পিতার নাম কালি কৃষ্ণ ভদ্র, মাতা সরলা বালা দেবী।পড়াশোনা ও বাবার চাকরির সুবাদে ভারতের কোলকাতায় বসবাস করতেন। কিছু দিন তিনি পাঞ্জাবেও ছিলেন। তিনি বহু বার তাঁর জন্ম ভিটা উথালী গ্রামে এসেছেন এবং ১৩৪৭ বাং সালে এখানে একটি দুর্গা মন্দির প্রতিষ্ঠা করেন। এই উথালী গ্রামে তিনি থিয়েটার পরিচালনা করতেন। তাঁকে বাংলা থিয়েটারের জনক বলা হয়। তিনি ১৯৪৭ ইং সালে দেশ বিভাগের বিপক্ষে ছিলেন। দেশ বিভাগের পরে তিনি আর বাংলাদেশে আসেননি। হিন্দু ধর্মের সবচেয়ে বড় উৎসব শ্রী শ্রী দুর্গা পূজা। এই দুর্গা পূজার কয়েক দিন আগে তাঁরই কন্ঠে মহালয়ার চÐী পাঠ এখনো হিন্দু ধর্মালম্বীরা শুনে থাকেন। ১৯৯১ইং সালের ৩ রা নভেম্বর তাঁর ঠাকুরমা যোগ মায়া দেবীর ক্রয় করা কোলকাতার ৭ নং রামধন মিত্র লেনের বাড়িতে চরম দরিদ্রতার মধ্য দিয়ে মৃত্যু বরণ করেন।