
নিজস্ব প্রতিবেদক: আগামি ২৭ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাতক্ষীরার শ্যামনগরে আগমনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে র্যাপিড এ্যাকশান বাটালিয়নের (র্যাব-৬) পক্ষ থেকে বিশেষ তল্লাশি অভিযান শুরু হয়েছে। খুলনা র্যাব- ৬ এর সাতক্ষীরা অফিসের দায়িত্বপ্রাপ্ত ডিএডি মোঃ জিয়াউল ইসলামের নেতৃত্বে মঙ্গলবার (২৩ মার্চ) বিকাল ৪টায় সাতক্ষীরা-শ্যামনগর মহাসড়কের আলীপুর নামকস্থানে এ তল্লাশি অভিযান শুরু করা হয়।
খুলনা র্যাব- ৬ এর সাতক্ষীরা অফিসের ডিএডি মোঃ জিয়াউল ইসলাম বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামি ২৭ মার্চ শ্যামনগরের যশোরেশ্বরী মন্দিরে পুজা দিতে আসছেন। এ জন্য তার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে শ্যামনগরে র্যাবের তিনটি টিম ও সাতক্ষীরা সদরে একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করছেন। এরই অংশ হিসেবে তারা মঙ্গলবার (২৩ মার্চ) বিকাল ৪টায় শহরের অদূরে সাতক্ষীরা-শ্যামনগর মহাসড়কের আলীপুর নামকস্থানে প্রতিটি গাড়িতে চেকিং করছেন। গাড়িতে কোন সন্ত্রাসী ও তার সঙ্গে অস্ত্র থাকলে তাৎক্ষণিক আটক করা হবে। এ ছাড়া মোদীর আগমনকে ঘিরে সাতক্ষীরার কোন সংখ্যালঘু সম্প্রদায়ের উপর যাতে কোন হামলা না হয় সেজন্য তারা সর্বদা সজাগ রয়েছেন। এ জন্য তারা জেলা ব্যাপি টহল চালিয়ে যাচ্ছেন।