
নিজস্ব প্রতিবেদক: জাতির জনক শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এঁর ৬০ তম জন্মদিন ও ‘শেখ রাসেল দিবস-২০২৩’ উদ্যাপন করা হয়েছে। বুধবার (১৮ অক্টোবর) সকাল ১১ টায় তালা উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ব্র্যাক কর্তৃক বাস্তবায়িত ‘‘স্কিল ডেভেলপমেন্ট প্রকল্প” এর মাধ্যমে ৫ জন শ্রবন প্রতিবন্ধী কিশোরীদেরকে তাদের পড়াশোনা এবং দৈনিন্দিন কার্যক্রমকে সহজে পরিচালিত করার জন্য শ্রবন সহায়ক যন্ত্র প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিন, তালা থানার অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম (পিপিএম), উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভিন পাপড়ি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, ব্র্যাক জেলা সমন্বয়ক এ এস কে আশরাফুল মাশরুদ এবং স্কিল ডেভেলপমেন্ট প্রকল্পের সহকর্মী ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।