ব্রহ্মরাজপুর (সাতক্ষীরা সদর) প্রতিবেদক:
সদর উপজেলার ৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদের হল রুমে ২৯ মার্চ (বুধবার) বিট পুলিশ বাড়ি বাড়ি নিরাপদ জীবন গড়ি এই প্রতিপাদ্যের আলোকে সার্বিক আইন শৃঙ্খলার উপর সদর থানার অফিসার ইনচার্জ আবু জিয়াদ ফখরুল আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ব্রহ্মরাজপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ মফিজুল ইসলাম এবং গীতা থেকে পাঠ করেন ব্রহ্মরাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিলিপ কুমার মল্লিক। অতঃপর সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১মিনিট নীরবতা পালন করেন এরপর স্থানীয় সুধীজনের নিকট হতে সার্বিক আইন শৃঙ্খলা বিষয়ে উন্মুক্ত কথা শোনেন এবং সমাধানের ইঙ্গিত প্রদান করেন ।
প্রধান অতিথি তার বক্তব্যে উপস্থিত সকলের স্বাধীনতার প্রকৃত ইতিহাস জানা এবং অন্যদের জানানোর আহ্বান করেন । অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন, মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান সরদার, প্যানেল চেয়ারম্যান মোঃ নুরুল হুদা।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা এস,এম শহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা আঃ সাত্তার, মুক্তিযোদ্ধা স্বদেশ মল্লিক, ডি বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ মমিনুর রহমান, ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, মাওলানা রওশন আলম, ব্রহ্মরাজপুর বাজার বণিক সমিতির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রশিদ সরদার প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ডি,বি ইউনাইটেড হাইস্কুলের সহকারী শিক্ষক মোঃ মুকুল হোসেন।