
মুকুল হোসেন, ব্রহ্মরাজপুর প্রতিনিধি : রাজধানীসহ সারাদেশে যখন প্রতিদিন ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে চলেছে তখনই সদর উপজেলার ডি.বি. ইউনাইটেড হাইস্কুলে মঙ্গলবার সকাল ১১টায় “এক ঘন্টা প্রতিদিন, পরিচ্ছন্নতায় যোগদিন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও কার্যনির্বাহী কমিটির সদস্যদের নিয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতা মূলক র্যালি করা হয়েছে। র্যালিটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্কুলে যেয়ে শেষ হয়। প্রধান শিক্ষক মমিনুর রহমান এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান শিক্ষক বলেন, ডেঙ্গু জ্বর হতে বাঁচতে হলে আমাদের বসবাসের আঙ্গিনা পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে হবে সাথে সাথে ডেঙ্গু জ্বরের লক্ষণ দেখা দিলে দেরি না করে স্বাস্থ্যকর্মী বা ডাক্তারের পরামর্শ নেওয়ার আহŸান জানান। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ০৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদের চেয়াম্যান বীর মুক্তিযোদ্ধা স.ম. শহিদুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, ঢাকাতেই যেহেতু ডেঙ্গুর সংক্রমন শুরু হয় তাই অনেকই ঈদের ছুটিতে রাজধানী ছেড়ে প্রিয়জনের সাথে ঈদ করার জন্য নিজ জেলায় আসতে পারে। তখন এর ভয়াবহতা বাড়তে পারে। তাই ডেঙ্গু জ্বরের লক্ষণ দেখা দিলে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ অথবা সাতক্ষীরা সদর হাসপাতালের বর্হিবিভাগে ৬নং কক্ষ হতে ডেঙ্গু জ্বরের চিকিৎসা সেবা নেয়ার আহŸান জানান। আলোচনা শেষে সকলে মিলে স্কুলের আঙ্গিনা পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।