
নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার তালা সদরের মাঝিয়াড়া-খড়েরডাঙা বিলে সরকারি খাল দখল করে চলছিল মাছ চাষ। বিলের সরকারি খালটি দীর্ঘদিন দখলে রাখে মাঝিয়াড়া গ্রামের গাজী কামরুল ইসলাম ও খড়েরডাঙা গ্রামের বোরহান উদ্দীন খাঁন। এ ঘটনায় স্থানীয় খড়েরডাঙা গ্রামের বাসিন্দা ইদ্রিস আলী মোড়লের অভিযোগের প্রেক্ষিতে জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালের নির্দেশনায় তালা উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন উপজেলা সহাকারি কমিশনার ভূমি খন্দকার রবিউল ইসলামকে ব্যবস্থা নেওয়া জন্য নির্দেশনা দেন। এরপর গত ২৩ ডিসেম্বর দুপুরে সহকারি কমিশনার ভূমি খন্দকার রবিউল ইসলাম অভিযান পরিচালনা করে সরকারি খালটি অবৈধ দখলমুক্ত করেন। উচ্ছেদকালে তালা নায়েব, পুলিশ প্রশাসন ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। এ ঘটনায় ঘের মালিক গাজী কামরুল ইসলাম ও বোরহানউদ্দীন খাঁন অভিযোগকারী ইদ্রিস আলী মোড়লের উপর ক্ষিপ্ত হয়ে খুন জখমের হুমকি দেয়। যা বিভিন্ন পত্র পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। সংবাদ প্রকাশ হওয়ার পর গাত্রদাহ শুরু হয় দুই ঘের মালিকের। একটি পত্রিকায় সংবাদ ও ঘটনার প্রতিবাদ ছাঁপিয়ে নিজেদের অপকর্ম আড়াল করতে এখন মরিয়া হয়ে উঠেছে।